ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

তাড়াইলে জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, জুন ৭, ২০২১
তাড়াইলে জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরো ৫/৭ জন আহত হয়েছেন।

 

সোমবার (০৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে এ ঘটনা ঘটে। মো. শফিকুল ইসলাম উপজেলার দিগদাইড় গ্রামের মো. মতি মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডুবাইল বিল জলমহালের আধিপত্য নিয়ে দিগদাইড় পশ্চিমপাড়ার গ্রামের সাদেক ভেন্ডারের লোকজনের সঙ্গে প্রবাসী মতি মিয়ার লোকজনের বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার (০৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ডুবাইল বিলের সামনে দুপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে শফিকুলসহ ৫/৭ জন আহত হন। পরে শফিকুলসহ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।  

এছাড়া আহতদের মধ্যে তিনজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুন ০৭, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।