ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় ট্রাকে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুন ৮, ২০২১
বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডার বোঝাই  ভারতীয় ট্রাকে আগুন

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে রাস্তার উপরে রাখা ভারতীয় একটি ব্লিচিং পাউডার বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে ট্রাকে থাকা ব্লিচিং পাউডার পুড়ে গেছে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল বন্দরের ৮ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী বন্দরের লিবাররা জানান, ব্লিচিং পাউডার অতিরিক্ত গরম ও পানি লাগলেই আগুন ধরে যায়। বিকেল থেকেই বেনাপোল এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। ব্লিচিং পাউডার বোঝাই এ ট্রাকটি ত্রিপল দিয়ে ঢেকে রাখলেও ছেড়া থাকার কারণে হয়তো বৃষ্টির পানি ব্লিচিং পাউডারে লাগে। এরফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সাধারণত ব্লিচিং পাউডারে পানি লাগলেই আগুন ধরে যায়। কি কারণে ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।