সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে করোনা আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে মঙ্গলবার (৮ জুন) সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবুল কালামের (৩৬)।
এর আগে সোমবার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবুল কালামের ছোট ভাই শোয়েব হাসান (৩৪)।
তারা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালি গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে।
নিহতদের পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার পরে ১২ দিন ধরে অভুক্ত থাকায় শারীরিকভাবে প্রতিবন্ধী আবুল কালাম ও শোয়েব হাসান অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে আনার আগেই শোয়েব হাসানের মৃত্যু হয়েছে জানিয়ে চিকিৎসকরা তার বড় ভাই আবুল কালামকে ভর্তি করার পরামর্শ দেন।
সংশ্লিষ্টরা আরো জানান, সোমবার বিকেলে শোয়েব হোসেনের মরদেহ বাড়িতে নিয়ে দাফন করা হয়।
এদিকে রাতে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আবুল কালাম এর শারীরিক অবস্থার আরো অবনতি হয় এবং মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আবুল কালাম ও শোয়েব হাসানের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
শাকির হোসেন আরো জানান, রোগীর স্বজনরা উপসর্গ থাকার বিষয়টি নিশ্চিত না করায় তাদের অন্যান্য রোগীর মতো সাধারণ চিকিৎসা দেওয়া হয়েছিল। পরীক্ষার ফলাফলে তাদের করোনার বিষয়টি নিশ্চিত হওয়াতে হাসপাতালের জরুরি বিভাগ ও তাদের ব্যবহৃত বেডসহ অন্যান্য অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ০৮, ২০২১
আরএ