সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষে কবির হোসেন (২৭) নামে পথচারী এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের রাইজিং টেক্সটাইলের শ্রমিক।
পুলিশ জানায়, সকালে শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিলেন কবির। এ সময় একটি বাস ও সিএনজির মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ভেতরে চাপা পড়ে গুরুত্বপূর্ণ আহত হন কবির। তাকে উদ্ধার করে এনাম হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আর নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এসআরএস