ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

৫ বছর পর ব্রিজ নির্মাণে ঠিকাদার নিয়োগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ৮, ২০২১
৫ বছর পর ব্রিজ নির্মাণে ঠিকাদার নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জ: ভেঙে পড়ার পাঁচ বছর পর মহানন্দা নদীর জনগুরুত্বপূর্ণ ব্রিজটি পুনরায় নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ হচ্ছে।  

এ ব্রিজটি ভোলাহাট মেডিক্যাল মোড় থেকে মুন্সিগঞ্জ হাট পর্যন্ত রাস্তার সংযোগস্থল।

জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ২০১৭ সালের ১২ মে অতিরিক্ত পানির তোড়ে ভেঙে যায়। এরপর ব্রিজটি পুনরায় নির্মাণ করতে জনপ্রতিনিধিদের নানা প্রতিশ্রুতি ও অর্থ বরাদ্দের পরও ঠিকাদার নিয়োগ না হওয়ায় পাঁচ বছর ধরে নির্মাণ কাজ থমকে ছিল। এতে করে হুমকির মুখে পড়তে হয় মুন্সিগঞ্জ হাটের দোকান মালিকদের। হুমকিতে রয়েছে একটি নতুন পোস্ট অফিস ভবনও। ব্রিজ না থাকায় ওই স্থানের ফাঁকা দিয়ে নিচে পড়ে অনেকেই আহত হয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ব্রিজটি নির্মাণে ঠিকাদার নিয়োগ হওয়ার খবরে স্বস্তি ফিরেছে জনমনে।

ঠিকাদার নিয়োগের কথা শুনে মুন্সিগঞ্জ হাটের মুদি দোকানের মালিক মো. রইছ উদ্দিন বলেন, ব্রিজটি নির্মাণ হবে শুনে খুব খুশি হয়েছি। পানির তোড়ে ভেঙে যাওয়া মাটির সঙ্গে আমার ছোট্ট দোকানটি হয়তো এবার রক্ষা পাবে। পরিবারের লোকজন নিয়ে আগের মতো সংসার চালাতে পারব।  

রিকশাচালক মো. আব্দুল জানান, আগে যেভাবে বিনোদনপ্রেমীরা মহানন্দা নদীর পাড়ে এসে বাংলাদেশ থেকে ভারত দেখতে ও বিনোদন করতে রিকশায় চড়ে আসতেন, আবার তারা রিকশায় চড়ে আসবেন। এতে করে আমার মতো গরিব মানুষের আয় বাড়বে।

বজরাটেক সবজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শুকুর বলেন, সড়কের  যে জায়গায় ব্রিজটি ছিল, সেখানে এখন গভীর খাদ। ফলে এ খাদ এলাকার মরণ ফাঁদে পরিণত হয়েছে। অনেকেই খেয়াল না করে নিচে পড়ে আহত হয়েছেন। ব্রিজটি বানাতে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে শুনে আমি অনেক খুশি।  

গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাদের জানান, দীর্ঘদিন পর জনগুরুত্বপূর্ণ মুন্সিগঞ্জ হাটের ব্রিজটি পুনরায় নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। আমার আওতার বাইরে হওয়ায় আমি এতোদিন নির্মাণ করাতে পারিনি। ফলে জনতার কাছে নিজেকে বেশ অপরাধী মনে হতো। এখন যেহেতু ঠিকাদার নিয়োগ হয়েছে, সেহেতু নির্মাণ কাজ শেষ হবে।

এ ব্যাপারে ভোলাহাট উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাজিদুর ইসলাম জানান, ব্রিজটি নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। এরই মধ্যে ঠিকাদার নিয়োগ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।