ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুন ৯, ২০২১
শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের কপি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে বিদ্যালয়ের খেলার মাঠে থাকা দোলনায় চড়ায় মারিয়া খাতুন (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (০৯ জুন) রাতে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থীর চাচা স্বপন আলী।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম আবু নাঈম তুহিন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফারাকপুর ইউনিয়নের শহীদ রফিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৮ জুন) সকালে পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিতে যায় ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া খাতুন। এসময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলার জন্য থাকা দোলনায় চড়ে মারিয়া। এটি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাঈম তুহিন দেখে মারিয়াকে বিদ্যালয় মাঠে এবং অফিস কক্ষে নিয়ে মারধর করে। পরে মারিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা স্বপন আলী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad