ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ৯, ২০২১
ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

কিশোরগঞ্জ:  কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দীপু মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।  

বুধবার (০৯ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার নাটালের মোড়ের সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত দীপু জেলার বাজিতপুর পৌর এলাকার রঙ্গু মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাজারে মাছের ব্যবসা করতেন দীপু। ব্যবসার কাজে তিনি ভৈরব গিয়েছিলেন। বুধবার (০৯ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার নাটালের মোড় সেতু এলাকায় ছিনতাইকারীরা তার গতিরোধ করেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দীপুকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ০৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।