ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউন তুলে নওগাঁয় জেলাজুড়ে বিধিনিষেধ আরোপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুন ৯, ২০২১
লকডাউন তুলে নওগাঁয় জেলাজুড়ে বিধিনিষেধ আরোপ

নওগাঁ: নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে লকডাউন তুলে নিয়ে জেলাজুড়ে ১৬ জুন পর্যন্ত ১৫ দফা বিধিনিষেধ আরোপ করেছে নওগাঁ প্রশাসন।  

বুধবার (০৯ জুন) দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

তিনি বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও বিপণীবিতান খোলা রাখা যাবে। তবে চায়ের স্টল বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁ শুধু পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ভারত সীমান্তের সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখা হয়েছে। চায়ের দোকানিদের জন্য সরকারিভাবে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফ ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।