ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুন ৯, ২০২১
কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া থেকে তিনটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৯ জুন) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাহাবুব উল-আলমের নেতৃত্বে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল কলারোয়া থানাধীন কাজির হাট ইউনাইটেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে অভিযান চালায়। অভিযানে কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে থাকা তিনটি ককটেল উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতগুলো পরে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।