ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

দিনমজুরের ছদ্মবেশে ধর্ষণ মামলার আসামি ধরলো পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জুন ১০, ২০২১
দিনমজুরের ছদ্মবেশে ধর্ষণ মামলার আসামি ধরলো পুলিশ ...

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে দিনমজুরের ছদ্মবেশে ধর্ষণ মামলার আসামি ধরলো পুলিশ। বুধবার (৯ জুন) বিকেলে নিলক্ষিয়া এলাকার নিজ বাড়ির পাশ থেকে আসামি সুজন মিয়াকে আটক করা হয়।



বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুলের নেতৃত্বে পুলিশের একটি দল সুজন মিয়াকে আটক করে।

এর আগে বেশ কয়েকটি অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। গত ৩দিন ধরে পুলিশ সদস্যরা ওই এলাকায় এএসআই আসাদসহ অন্যান্য পুলিশ সদস্যরা দিনমজুরের কাজ করার মাধ্যমে ফাঁদ তৈরি করে। অবশেষে বুধবার বিকেলে আটক করতে সমর্থ হয় পুলিশ।

২০১৯ সালের ১৮ নভেম্বর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়াইসলামী মাহফিল থেকে তুলে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ করে ৫ দুর্বৃত্ত। এদের মধ্যে অন্যতম হোতা হচ্ছেন সুজন মিয়া। দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, জুন ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।