গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করছে।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, সকালে শ্রমিকরা বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিল।
কারখানার শ্রমিক বেলাল মিয়া জানান, বুধবার মালিক কারখানায় আসলেও আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের বিষয়ে কোন প্রতিশ্রুতি না দিয়ে চলে যায়। এ কারণে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধ করে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ১০, ২০২১
আরএস/এএটি