ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরের শ্রেষ্ঠ ওসি হলেন মাহাবুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
নাটোরের শ্রেষ্ঠ ওসি হলেন মাহাবুর রহমান

নাটোর: নাটোরে গত নভেম্বর মাসে ক্লুলেস ডাকাতি মামলা উদঘাটন ও মালামাল উদ্ধার, অপরাধ প্রবণতা রোধ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারসহ ভালো কাজের স্বীকৃতির জন্য জেলার শ্রেষ্ঠ থানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সদর থানার পরিদর্শক মাহাবুর রহমান।  

এছাড়া শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে তিনজন ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুজন নির্বাচিত হয়েছেন।

গত অক্টোবর মাসেও শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাহাবুর রহমান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক ক্রাইম কনফারেন্সে এ মূল্যায়ন করা হয়।  

পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন তাদের শ্রেষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ক্লুলেস ডাকাতি মামলা উদঘাটন ও মালামাল উদ্ধারের জন্য সদর থানার জামাল উদ্দিনকে শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা করা হয়।  

এছাড়া ক্যাটাগরি অনুযায়ী শ্রেষ্ঠ অপর দুজন এসআইয়ের মধ্যে প্রথম হয়েছেন সদর থানার সঞ্জয় কুমার ও দ্বিতীয় হয়েছেন লালপুর থানার হুমায়ুন কবির এবং শ্রেষ্ঠ এএসআইয়ের মধ্যে প্রথম হয়েছেন সদর থানার মশিউর রহমান ও দ্বিতীয় হয়েছেন গুরুদাসপুর থানার মোতালেব হোসেন। তাদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ ঘোষণা দেওয়াসহ পুরস্কৃত করেন পুলিশ সুপার। এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাটোরের এসপি মারুফাত হুসাইন বাংলানিউজকে জানান, পুলিশ কর্মকর্তাদের কাজে উৎসাহিত ও উজ্জীবিত করতে প্রতি মাসেই তাদের কাজের মূল্যায়ন করা হয়। ভালো কাজের জন্য নভেম্বর মাসে শ্রেষ্ঠ এসআই হিসেবে তিনজন ও শ্রেষ্ঠ এএসআই দুজন নির্বাচিত করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।