গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক মডেলকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ এলাকায় রাস রিসোর্টে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর নাটকের শুটিংয়ের কথা বলে ওই মডেলকে শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ এলাকায় রাস রিসোর্টে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে রিসোর্টের ভেতর তাকে গণধর্ষণ করা হয়। এ ঘটনার দুইদিন পর ২৫ সেপ্টেম্বর ওই মডেল শ্রীপুর থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
পরে পুলিশ মামলার তদন্ত করতে শনিবার (২৭ সেপ্টেম্বর) ওই রিসোর্টে যায়। এ সময় অনৈতিক কার্যকলাপের দায়ে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিসোর্ট থেকে ১৮ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সময় রাস রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম। পরে নিবন্ধন না থাকায় রিসোর্টটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তবে ধর্ষণের মামলায় অভিযুক্তরা পলাতক রয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, মডেলকে গণধর্ষণের মামলার তদন্ত করতে গেলে রিসোর্ট থেকে অনৈতিক কার্যকলাপের দায়ে দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় দুই যুবক পালিয়ে যান।
এ ছাড়াও আরও ১৬ জনকে রিসোর্ট থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। তবে মডেলকে ধর্ষণের অভিযুক্তরা পলাতক রয়েছেনে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি আব্দুল বারিক।
আরএস/এমজেএফ