ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে দালাল নির্মূলে র‌্যাবের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুন ১০, ২০২১
ঢামেকে দালাল নির্মূলে র‌্যাবের অভিযান ঢামেকে দালাল নির্মূলে র‌্যাবের অভিযান

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। হাসপাতালের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে হাসপাতালের ভেতরে ও চত্বরে থাকা কয়েকজন ব্যক্তি কোনো উপযুক্ত প্রমাণ দিতে না পাড়ায় তাদের আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে বিস্তারিত আপনাদের পরে জানানো হবে।

ঢাকা মেডিক্যাল হাসপাতালে বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল বাশার জানান, দালাল নির্মূলে র‌্যাব-৩ হাসপাতালের চারিদিকেই অভিযান পরিচালনা করেন। জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবনের সামনে সব জায়গায় তারা অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালাল নির্মূল অভিযানে অবৈধভাবে হাসপাতালে প্রবেশকারী কয়েকজনকে আটক করেছে র‌্যাব।

এ সংবাদ লেখা পর্যন্ত হাসপাতালে অভিযান চলছিল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১০, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।