ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ১০, ২০২১
ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে তাবাচ্ছুম আক্তার নামে দেড় বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

 

নিহত শিশু তাবাচ্ছুম ওই গ্রামের তাজুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বড়ভিটা গ্রামের নিজ বাড়ির বাইরে উঠানে শিশুটি খেলা করছিল। এ সময় তার মা বাড়ির কিছু দূরে মাঠে গরু বাঁধতে যান। কিছুক্ষণ পর মা ফিরে এসে দেখেন উঠানে শিশুটি নেই। বাড়ির পাশের ডোবার পানিতে পড়েছে সন্দেহ হলে শিশুটির মা চিৎকার করেন। পরে পরিবারের অন্যান্য সদস্যরাসহ স্থানীয়রা ডোবায় নেমে খোঁজার একপর্যায়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১০, ২০২১
এফইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।