পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিতু আক্তার (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিশু মিতুর বাড়ি রাস্তার পাশেই। দুপুরে সে রাস্তা পার হতে গেলে আটোয়ারী থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দুলাল উদ্দীন বাংলানিউজকে বলেন, ঘটনার পর পরেই ঘাতক বাসটি পালিয়ে যায়। এদিকে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১০, ২০২১
এনটি