ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুন ১০, ২০২১
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহের আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি রংপুর শহরের পার্কের মোড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানান, তাহের ড্রাইভার নিজ বাড়ির ঘরের উপর বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করার সময় ভুলবশত বিদ্যুৎ সঞ্চালিত তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ১০, ২০২১
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ