কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহের আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি রংপুর শহরের পার্কের মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানান, তাহের ড্রাইভার নিজ বাড়ির ঘরের উপর বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করার সময় ভুলবশত বিদ্যুৎ সঞ্চালিত তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ১০, ২০২১
এফইএস/ওএইচ/