ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আবুল কালাম আজাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ১২, ২০২১
আবুল কালাম আজাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

ঢাকা: বাংলাদেশ স্কাউটসের সাবেক অতিরিক্ত সচিব মো. আবুল কালাম আজাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ জুন) মরহুমের নিজ বাড়িতে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

 

২০১৪ সালের ১২ জুন তিনি ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশের সব বিভাগে বাংলাদেশ স্কাউটসের বিভাগীয় কমিশনার ও বিশ্ব স্কাউটস কাউন্সিলের যুগ্ম পরিচালক হিসেবে ২০০৩ থেকে ২০০৬ সাল ফিলিপাইনের ম্যানিলায় দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ স্কাউটসের সিনিয়র লিডার ট্রেনার হওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক অনেক কোর্সে অংশগ্রহণ করেন।  

এছাড়া তিনি ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ফরিদপুর-১ (গোয়ালন্দ-রাজবাড়ী) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। ব্যক্তি জীবনে তিনি মিষ্টভাষী ও অনেক মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। তার বাবা মরহুম খবির উদ্দিন মিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ১২, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।