ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে ঘাঘট নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০২১
রংপুরে ঘাঘট নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতীকী ছবি

রংপুর: রংপুর নগরীর হাজিরহাটের গঙ্গাহরি এলাকায় ঘাঘট নদীতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

রোববার (১৩ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
 
মৃতরা হলো- গঙ্গাহরি এলাকার মৃত আব্দুল লফিতের মেয়ে নাজমুন্নাহার লিথুন (৯) ও গঙ্গাচড়া থানা এলাকার আরিফ মিয়ার ছেলে আব্দুল্লাহ (১০)। আব্দুল্লাহ তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এ সময় তিনি জানান, দুপুরের দিকে বাড়ির পাশেই খেলছিল লিথুন ও আব্দুল্লাহ। খেলার একপর্যায়ে তাদের খেলার বলটি নদীতে গিয়ে পড়ে। এ সময় বলটি তুলতে তারা দু’জন নদীতে নামলে ডুবে যায়। টের পেয়ে স্থানীয়রা পানিতে নেমে খুঁজে তাদের উদ্ধার 
করে ও স্বজনদের খবর দেয়। স্বজনরা তাদের রংপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই ঘোষণা করেন।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু দু’টির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।