ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে লেগুনা উল্টে গৃহবধূর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ১৬, ২০২১
ওয়ারীতে লেগুনা উল্টে গৃহবধূর মৃত্যু ...

ঢাকা: রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় রাস্তায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লেগুনা উল্টে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার স্বামী লেগুনা চালাচ্ছিলেন।

বুধবার (১৬জুন) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী শাকিল হোসেন জানান, তারা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় থাকেন। বুধবার স্ত্রী সুমাইয়াকে পাশের সিটে বসিয়ে যাত্রীসহ জুরাইন থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। পরে গুলিস্তানের দিকে আসার সময় জয়কালী মন্দির হট কেক গলি এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় লেগুনা। এতে সুমাইয়া গুরুতর আহত হয় এবং লেগুনার অন্য যাত্রীরাও সামন্য আহত হয়। পরে সুমাইয়াকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের স্বামী শাকিল হাসপাতালে বলেছিলেন স্ত্রী সুমাইয়া ছাদ থেকে পরে গেছে। পরে জেরার মুখে শিকার করেছেন যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আসল বিষয় জানার জন্য ওয়ারী থানাকে অবগত করা হয়েছে।

ওয়ারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, জয়কালী মন্দির এলাকায় একটি লেগুনা দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।