ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেনের মৃত্যু, প্রতিমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ১৭, ২০২১
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেনের মৃত্যু, প্রতিমন্ত্রীর শোক মো. আলতাফ হোসেন চৌধুরী

ঢাকা: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী মারা গেছেন।  

বৃহস্পতিবার (১৭ জুন) বা'দ ফজর স্ট্রোক করে ঢাকার তেজকুনি পাড়ার বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।

আলতাফ হোসেন চৌধুরীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্ম সচিব বলেন, মরহুম আলতাফ হোসেন চৌধুরী একজন সৎ, যোগ্য, দক্ষ এবং চৌকস কর্মকর্তা হিসেবে চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  

সর্বশেষ তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এমআইএইচ/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।