ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ইসলামী বক্তা ত্ব-হার সন্ধান চেয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, জুন ১৭, ২০২১
ইসলামী বক্তা ত্ব-হার সন্ধান চেয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাট: বাগেরহাটে তরুণ ইসলামী বক্তা মো. আফছানুল আদনানের (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান)  সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সচেতন আলেম সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাফেজ মাওলানা শেখ মহিউদ্দিন মাহদী বিল্লাহ।  

এসময় মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইমলার হোসাইন, হাফেজ মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, আজ এক সপ্তাহ ধরে তরুণ ইসলামী বক্তা ত্ব-হা মো. আদনান নিখোঁজ রয়েছেন। নিজ বাড়ি রংপুর থেকে ঢাকা রওনা দেওয়ার পরে আর ফেরেননি তিনি। ত্ব-হা মো. আদনান একা ছিলেন না, সঙ্গে তার গাড়িচালক ও দুইজন সফরসঙ্গী ছিলেন। চারজন জলজ্যান্ত মানুষ এভাবে নিখোঁজ হলো, এ দায় কোনোভাবেই রাষ্ট্র এড়াতে পারে না। আমরা অনতিবিলম্বে ত্ব-হা মো. আদনানসহ নিখোঁজদের সন্ধান চাই।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।