ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় ‘লকডাউন’ বাড়ল আরও এক সপ্তাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ১৭, ২০২১
সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় ‘লকডাউন’ বাড়ল আরও এক সপ্তাহ

সাতক্ষীরা: করোনা সংক্রমণের হার না কমায় সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় তৃতীয় মেয়াদে আরও এক সপ্তাহের জন্য ‘লকডাউন’ বা কঠোর বিধি-নিষেধ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় গত ৫ জুন থেকে প্রথম দফায় সাতদিন এবং ১১ জুন থেকে দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হয়েছিল।  

‘লকডাউনে’র এ সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে, ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক, অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে।

একইসঙ্গে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে। তবে বন্দরের দোকানপাট বন্ধ থাকবে। দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচলও। সাতক্ষীরার সঙ্গে যশোর ও খুলনার সড়ক যোগাযোগে পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো রয়েছে। বিগত ১৪ দিনের মতো তৃতীয় দফার এ ‘লকডাউনে’ বন্ধ থাকবে সীমান্ত পারাপার। শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে নিয়মিত। বাধানিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে।

এদিকে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন ও দেবহাটার পারুলিয়ায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।  

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় তৃতীয় মেয়াদে চলমান ‘লকডাউনে’র মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত ‘লকডাউন’ বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।