ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ১৭, ২০২১
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনের জরিমানা ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে আট জনকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ দণ্ড দেওয়া হয়।

এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল— এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত আট জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় আটক আট জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।