ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোলায় তীব্র স্রোতে ট্রলার ডুবে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
ভোলায় তীব্র স্রোতে ট্রলার ডুবে নিহত ১

ভোলা: জেলার মেঘনায় তীব্র স্রোতে একটি মাছ ধরার ট্রলার ডুবে হারুন  নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ মে) ভোর ৬টার দিকে দুই ছেলেকে নিয়ে মেঘনার কাঠির মাথা পয়েন্টে ইলিশ শিকার করতে যান হারুন মাঝি।

এ সময় তীব্র স্রোতে তাদের মাছ ধরার ট্রলারটি নদীতে থাকা একটি পল্টুনের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

নিহত হারুনের বাড়ি সদরের কাচিয়া ইউনিয়নে।

ওই ঘটনার পরে ট্রলার থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাবা হারুন নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।

ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে নৌ পুলিশ কাজ করছে।

এদিকে ট্রলার ডুবিতে জেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়: ০৯৫৭ ঘণ্টা, মে ১০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।