ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নিউইয়র্কের দৃশ্যে আ.লীগের ভবিষ্যৎ আসলে আরও অনিশ্চিত হয়ে পড়ল: প্রথম কলকাতার সম্পাদকীয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, সেপ্টেম্বর ২৩, ২০২৫
নিউইয়র্কের দৃশ্যে আ.লীগের ভবিষ্যৎ আসলে আরও অনিশ্চিত হয়ে পড়ল: প্রথম কলকাতার সম্পাদকীয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপসহ হাঙ্গামা প্রসঙ্গে একটি সম্পাদকীয় প্রকাশ করেছে প্রথম কলকাতা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পাদকীয় প্রকাশ করা হয়।

‘দলটির করুণ পরিণতি’ শিরোনামে এ লেখায় বলা হয়, ‘নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনকে ঘিরে এক অস্বস্তিকর দৃশ্য চোখে পড়লো। ড. ইউনূসের সফরসঙ্গী এনপিসি নেতাসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সমর্থকরা ডিম নিক্ষেপ করেছে, অশ্রাব্য স্লোগান দিয়েছে। ’

‘প্রশ্ন উঠছে—একসময় বাংলাদেশেরই ক্ষমতাসীন দল, আজ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কী সত্যিই এভাবে বিদেশের মাটিতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করতে হবে? 

ডিম ছোড়া, গালাগাল কি তাদের রাজনৈতিক পরিপক্বতার পরিচয় দেয়, নাকি উল্টো দলের দৈন্যদশাই সামনে আনে?’

সম্পাদকীয়টিতে আরও বলা হয়, ‘যখন দেশে ফেরার পথ অনিশ্চিত, তখন প্রবাসের মাটিতেও যদি এমন আচরণ করে, তবে আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হবে না কী?’

‘নিউইয়র্কের রাস্তায় এ দৃশ্য দেখিয়ে দিল—আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে আরও অনিশ্চিত হয়ে পড়ছে, বলা হয় সম্পাদকীয়তে।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।