ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় শটগান ও গুলিসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, জুন ১৮, ২০২১
পাথরঘাটায় শটগান ও গুলিসহ আটক ১

বরগুনা: বরগুনার পাথরঘাটায় একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলিসহ মোহাম্মদ আজিম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) রাত ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

 

আটক আজিমের বাড়ি কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা গ্রামে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে বরিশাল থেকে এলাকায় আসেন বলে পুলিশ জানায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ২১ জুন কাকচিড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন পল্টুর নির্বাচনী জনসভা চলছিল ফকিরহাট বাজারে। জনসভা শেষে মিছিলের পেছন থেকে একটি শটগান ওপরে উঁচিয়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছিলেন আজিম। এ সময় দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।  

আটক আজিম কাকচিড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী লাভলী ইসলামের ভাই ও একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাজাহান পাহলানের সমর্থক বলে জানান ওসি।

ওসি আবুল বাশার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী এলাকায় অস্ত্রের মহড়ার দেওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।