বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম তুলাছড়িতে একজনকে গুলি করে হত্যার করেছে দুর্বৃত্তরা। এশার নামাজ পড়ে বের হয়ে বাড়ি ফেরার পথে তাকে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শুক্রবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ওমর ফারুক (৬০)। তিনি ত্রিপুরা থেকে সম্প্রতি মুসলমান হন।
জানা যায়, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে পথে তাকে গুলি করে হত্যা্ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদ কবির বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম রওয়ানা দিয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারছি না।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এএ