ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে কালের কণ্ঠ শুভসংঘের খাদ্য সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০২১
আদিতমারীতে কালের কণ্ঠ শুভসংঘের খাদ্য সহায়তা শতবর্ষী মুঙ্গলী বালা

লালমনিরহাট: সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের বয়স্ক ভাতা ও প্রতিবেশীদের সাহায্যে চলতো শতবর্ষী মুঙ্গলী বালার সংসার। করোনায় লকডাউনের কারণে প্রতিবেশীদের সাহায্য নেই বললেই চলে।

ত্রাণ বিতরণের খবরে লাঠি ভর করে লাইনে দাঁড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজ মাঠে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউজ দৈনিক কালের কন্ঠ পত্রিকার শুভসংঘের ত্রাণ পেয়ে বেজায় খুশি মুঙ্গলী বালা। তিনি উপজেলার সারপুকুর গ্রামের বাসিন্দা।

মুঙ্গলী বালা বাংলানিউজকে জানান, স্বামীকে হারিয়েছেন কয়েক যুগ আগে। সেই থেকে অন্যের বাড়িতে ও কৃষি জমিতে শ্রম বিক্রি করে সন্তানদের বড় করেছেন। সন্তানরাও দিন মজুরি করে তাদের সংসার চালান। আগের মতো শরীরে শক্তি না থাকায় কাজে যেতে পারেন না। বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের বয়স্ক ভাতা ও প্রতিবেশীদের সাহায্যে চলতো শতবর্ষী মুঙ্গলী বালার সংসার। করোনা রোধে ‘লকডাউন’র কারণে প্রতিবেশীদের সাহায্য নেই বললেই চলে। ফলে নিদারুন খাদ্য সংকটে পড়েন এ বৃদ্ধা। বসুন্ধরা গ্রুপের দৈনিক কালের কন্ঠ পত্রিকার শুভ সংঘের ত্রাণ বিতরণ হবে— এ খবরে সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজ মাঠে লাঠি ভর করে ছুটে আসেন বৃদ্ধা মুঙ্গলী বালা।

ত্রাণ পেয়ে আনন্দিত বৃদ্ধা মুঙ্গলী বালা বলেন, লকডাউনের কারণের প্রতিবেশীগো সাহায্য কয়মা গেছে। তাই এক বেলা খাবার জুটলেও অন্য বেলা না খায়া থাকতে অয়। শুনছি তেরান (ত্রাণ) দিবো, তাই আইছি। তেরানও পাইছি- চাল, আটা, ডাল আর তেল। কম কম করে খেয়ে এক মাস কাটিয়ে দিবো। যারা সাহায্যে দিলো ভগবান তাদের মঙ্গল করুক।

সাপ্টিবাড়ী এলাকার ছলিমুদ্দিন বাংলানিউজকে বলেন, লকডাউনে রিকশার আয় কমছে। খরচ তো কমে নাই। খরচ কমানোর জন্য মাঝে মধ্যে উপোষ থাকতে হয়। আজকের এই ত্রাণ দিয়া ১০-১৫ দিন চলবো।  

জানা গেছে, করোনার সংক্রমণ রোধে সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। এসব কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) দৈনিক কালের কন্ঠ পত্রিকার শুভসংঘের মাধ্যমে ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটে বিতরণ করা হচ্ছে এসব ত্রাণ।

ছবি: বাংলানিউজ

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শুভসংঘের এসব ত্রাণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি আদিতমারীর ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, করোনা কালের এ ক্রান্তিলগ্নে খাদ্য সহায়তা নিয়ে কর্মহীনদের পাশে দাঁড়িয়ে বিগত দিনের মতো মহত্বের পরিচয় দিয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। তিস্তা ও ধরলা নদীর কড়াল গ্রাসে ক্ষতিগ্রস্ত এ উপজেলার ছিন্নমুল জনপদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী দিনেও এ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বাংলানিউজের লালমনিরহাট করেসপন্ডেন্ট খোরশেদ আলম সাগরের সঞ্চলনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু।  

অন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুধান চন্দ্র রায়, সহকারী অধ্যাপক উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ হযরত আলী, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, সাংবাদিক ফরহাদ আলম সুমন, মাজেদ মাসুদ, নিয়াজ আহমেদ সিপন ও তন্ময় আহমেদ নয়ন প্রমুখ।

লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা ও দু’টি পৌরসভায় মোট ৩ হাজার পরিবারকে এসব ত্রাণ বিতরণ করা হবে। যা পর্যাক্রমে বিতরণ করা হচ্ছে। ত্রাণের প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা ও তেল।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।