ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারের বাবুল (৫০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
নিহত বাবুল জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের মালেক মিয়ার ছেলে।
বাবুল চুরি ও প্রতারণার দুটি মামলায় পাঁচ বছর করে সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সালের ২৭ নভেম্বর থেকে কারাভোগ করছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ করে কারাগারে অচেতন হয়ে পড়েন কয়েদি বাবুল। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে কুমিল্লায় নেওয়ার পথে মারা যান বাবুল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, বাবুল আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে কুমিল্লা নেওয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জুন ২৪, ২০২১
কেএআর