সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে ধর্ষণের শিকার হওয়া এক পোশাক শ্রমিক তরুণীর নামসহ বিস্তারিত পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে পোস্ট দেওয়ার পর সেই পোস্টটি সংস্করণ করলো সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ‘সাভার মডেল থানা ঢাকা' নামের সেই পেজে পোস্টটি সংস্করণ হতে দেখা গেছে।
এরআগে, বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে ফেসবুকে তিনজনের ছবি সম্বলিত এই পোস্টটি করা হয়। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে পোস্টটি সংস্করণ করা হয়।
>>>ধর্ষণের শিকার তরুণীর নাম প্রকাশ করে ফেসবুকে পুলিশের পোস্ট!
সংস্করণের পর পোস্টটি সেই ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। বিবরণটি হুবহু তুলে ধরা হলো-, ‘সাভার মডেল থানায় গণধর্ষণ মামলায় ০৩ (তিন) জন গ্রেফতার”
এক কিশোরীকে গত ইং-২২/০৬/২০২১ তারিখ রাত অনুমান ০৮.০৫ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন জয়নাবাড়ী পশ্চিমপাড়া, চারুতা রোড দিয়ে যাওয়ার সময় বিবাদী ১। মো. তারেক রহমান (২১), পিতা- মো. শামীম হোসেন, মাতা- মোসা. জোহরা বেগম, সাং-দেলুয়া মধ্যপাড়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ, এ/পি-সাং-জোরপুল, হেমায়েতপুর, এমরানের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মো. রাব্বি (২০), পিতা- মো. ফিরোজ কাজী, মাতা-মুন্নি বেগম, সাং-কালিয়া, সিনেমা হলের পার্শ্বে, পো. কালিয়া, থানা-কালিয়া, জেলা- নড়াইল, এ/পি-সাং-জয়নাবাড়ী পশ্চিম পাড়া, কামালের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা এবং ৩। মো. অমিত হাসান (২২), পিতা-অজ্ঞাত, স্থায়ী ঠিকানা-অজ্ঞাত, এ/পি-সাং-জয়নাবাড়ী, লিয়াকত আলীর বাড়ীর ভাড়াটিয়া, আলেয়া কামাল সিএনজি পাম্পের বিপরীতে, হেমায়েতপুর, থানা-সাভার, জেলা-ঢাকাগণ ভয়ভীতি দেখিয়া জোরপূর্বক ধর্ষণ করে। এ সংক্রান্তে ধৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা রুজু করতঃ কোর্টে প্রেরণ করা হচ্ছে। ’
এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাভার সার্কেল আব্দুল্লাহ হেল কাফি, সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেনকে বেশ কয়েকবার ফোন করার পরেও ফোন রিসিভ করেনি।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এনটি