ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলে দেওয়া হলো মগবাজারের বন্ধ সড়কটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ২৮, ২০২১
খুলে দেওয়া হলো মগবাজারের বন্ধ সড়কটি

ঢাকা: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবনের সামনে কর্ডন করে রাখা বন্ধ সড়কটি খুলে দেওয়া হয়েছে। পরে সড়কটি দিয়ে ফের যান চলাচল শুরু হয়েছে।

 

সোমবার (২৮ জুন) দুপুর ১টা ২৫ মিনিটে এই সড়কটি খুলে দেওয়া হয়।  

এর আগে রোববার (২৭ জুন) সন্ধ্যা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে মগবাজারের ওয়্যারলেস এলাকার আউটার সার্কুলার রোডের তিনতলা একটি ভবন ধসে পড়ে। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন।  

ঘটনার পরপর আইন-শৃঙ্খলা বাহিনী ভবনের সামনের সড়কটি কর্ডন করে বন্ধ রেখেছিল। বর্তমানে সড়কটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরামর্শ অনুযায়ী খুলে দিয়েছে পুলিশ।  

তবে এতে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এই ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলেন জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কিন্তু ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে উৎসুক জনতার ভিড় লেগে আছে। পরে খুলে দেওয়া হয় সড়কটি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০২১
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।