ঢাকা: পরস্পর যোগসাজশে গ্রাহকের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের অভিযোগে বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আবদুল মুহিত ও পাঁচ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ জুন) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।
যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এরা হলেন- বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আবদুল মুহিত, পরিচালক মো. শফিউল আলম, ওয়ালিউল হাসান চৌধুরী, নূরুল ঈশাণ সাদাত, এ মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী।
দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার বানকো সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান আবদুল মুহিতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এসএমএকে/এএ