পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় আদিবাসী পল্লীর প্রতিটি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সবার মাঝে করোনা সুরক্ষাসামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুন) বোদা উপজেলা বালাভীর গোয়ালপাড়া এলাকায় স্বাস্থ্যবিধি মেনে শুভসংঘ এই ত্রাণ সহায়তা দেহয়।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামিম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবনসহ শুভসংঘ পঞ্চগড় জেলার সভাপতি ফিরোজ আলম রাজীব, সদস্য মেহেরাব হোসেন অপি, সিনথিয়া আক্তার, সাদাত হোসেন, হাবিবুর রহমান, পারভেজ ইসলাম, মিনহাজুল আবেদিন লিমন, রাসেল ইসলাম, সিনদিদ, নাহিদ হিমেল। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ত্রাণ সহায়তা পাওয়া আদিবাসী কুমুদিনী বলেন, মানুষের বাসায় কাজ করে আমাদের সংসার চলে। দিনগুলো সব সময় কষ্টে যায়। নিজেদের কোনো বাড়িঘর নেই। সরকারি জায়গায় থাকি। ত্রাণ পেয়ে আমাদের খুব উপকার হলো। কিছুদিন পরিবার নিয়ে নিশ্চিন্তে খেতে পারব।
ত্রাণ সহায়তা পেয়ে চোখেমুখে স্বস্তি দেখা যায় সুমি হেমরমের। তিনি বলেন, অনেকদিন পর আমরা ত্রাণ পেলাম। খুব উপকার হলো। করোনার মধ্যে এক বছর আগে আমাদের ত্রাণ দিয়েছিল।
প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আটা ও এক লিটার সোয়াবিন তেল সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ৩০, ২০২১
আরএ