ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘হামাগের সাহায্য দিলা, ভেলদিন খাইল যাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ৩০, ২০২১
‘হামাগের সাহায্য দিলা, ভেলদিন খাইল যাবে’

পঞ্চগড়: সকাল থেকেই পড়ছে ঝিরঝির বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই মানুষের মুখে হাসি ফোটাতে বেরিয়ে পড়েছেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা।

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভোর থেকেই চলছে ত্রাণ সহায়তা বিতরণের প্রস্তুতি। বৃষ্টি পড়া খানিকটা বন্ধ হতেই স্বাস্থ্যবিধি মেনে উপহার ভোগীদের লাইনে দাঁড় করানো হলো। এরপর করোনা সচেতনতামূলক প্রচারণা চালিয়ে উপজেলায় ৩০০ দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে শুভসংঘ। করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায়-দুস্থদের এই ত্রাণ সহায়তা দেওয়ার মাধ্যমে পঞ্চগড় জেলার ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩০ জুন) সকালে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় স্বাস্থ্যবিধি মেনে এই ত্রাণ সহায়তা দেয় শুভসংঘের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামিম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবনসহ শুভসংঘ পঞ্চগড় জেলার সভাপতি ফিরোজ আলম রাজীব, সদস্য মেহেরাব হোসেন অপি, সিনথিয়া আক্তার, সাদাত হোসেন, হাবিবুর রহমান, পারভেজ ইসলাম, মিনহাজুল আবেদিন লিমন, রাসেল ইসলাম, সিনদিদ, নাহিদ হিমেল।

অসুস্থ স্বামীকে ঘরে রেখে ত্রাণ সহায়তা নিতে এসেছেন ষাটোর্ধ্ব ওলিয়া বেগম। বয়সের ভারে ত্রাণ নিতে কষ্ট হলেও সহযোগিতা পেয়ে তিনি বেজায় খুশি। ওলিয়া বলেন, ‘করোনায় হামার দিন খুব কষ্টে যাছে। হামরা যার লবণ খাই তার গুণ গাই। মুই খুব দুয়া করছু। তোমাগের আল্লা ভালো করুক। ’

তোরামিনা খাতুন বলেন, ‘ভেলদিন আগত হামার এঠে ত্রাণ দিছিল। বৃষ্টিতেও আজ তোমরা হামাগের সাহায্য দিলা। ভেলদিন খাইল যাবে। ’

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আটা ও এক লিটার সোয়াবিন তেল সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।