ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

ছুটির কথা বলে শ্রমিক ছাঁটাই, পাওনাদি নিয়েও টালবাহানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ৩০, ২০২১
ছুটির কথা বলে শ্রমিক ছাঁটাই, পাওনাদি নিয়েও টালবাহানা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ছুটির কথা বলে একটি কারখানার ১৩৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই শ্রমিকদের পাওনাদি নিয়ে টালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ।

তাই পাওনাদির দাবি নিয়ে আন্দোলন করছে শ্রমিকরা।

বুধবার (৩০ জুন) সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আশুলিয়ার জিরাবো এলাকায় সাউদার্ন ডিজাইনার্স লিমিটেড কারখানার সামনে বসে আন্দোলন করছে শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত ঈদে তাদের মে মাসের বেতন বকেয়া রেখেই ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর ১৩৮ জন শ্রমিককে অবৈধভাবে প্রতারণা করে ছাঁটাই করা হয়। পরে মালিকপক্ষ ও বিজিএমইএ তাদের সঙ্গে বৈঠক করে বকেয়া পরিশোধের জন্য ৩০ জুন দিন ঠিক করে। কিন্তু আজ কারখানায় এলে টাকা জোগাড় হয়নি বলে নানা টালবাহানা শুরু করে মালিকপক্ষ। পরে পাওনাদির দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে মালিকপক্ষ পুলিশ এনে সেখানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে সাউদার্ন ডিজাইনাস লিমিটেড কারখানার এইচআর ম্যানেজার আজিজুল হক বাংলানিউজকে বলেন, বকেয়া পরিশোধের কথা থাকলেও ব্যাংকের জটিলতার কারণে আমরা টাকা তুলতে পারিনি। সোমবার শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে দেওয়া হবে।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আল কামরান বাংলানিউজকে বলেন, শ্রমিকদের একেতো অবৈধভাবে ছাঁটাই করেছে আবার তাদের পাওনাদি না দিয়ে ঘোরাচ্ছে। শ্রমিকরা বিষয়টি মেনে নেবে কি করে। আমরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।