ঢাকা: মগবাজারে বিস্ফোরনের ঘটনায় নুরুন্নবী মণ্ডল (৩৫) নামের আরো একজন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়াল ১০ জনে।
বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর সারে ৪টার দিকে শেখ হাসিনা জাতিয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, নুরুন্নবীর শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল এবং শরীরে গ্লাসের কাটা চিহ্ন ছিল। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আরো তিনজন ভর্তি আছেন। এর মধ্যে রাসেল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরো তিনজন চিকিৎসাধীন।
মৃত নুরুন্নবীর স্ত্রী পপি আক্তার বাংলানিউজকে জানান, তাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। নুরুন্নবীর বাবার নাম ইসলাম মণ্ডল। তার স্বামী ঢাকায় ভ্যান চালাতেন। থাকতেন হাতিরপুল বাটা সিগন্যাল মোড়ে একটি ম্যাসে। পপি এক ছেলেকে নিয়ে গ্রামে থাকতেন। স্বামীর দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনার পরদিন ঢাকায় আসেন।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ০১, ২০২১
এজেডএস/এসআরএস