বরিশাল: করোনা সংক্রমণ রোধ করতে চলমান ‘লকডাউন’ চলাকালীন ২৪ ঘণ্টা বিনামূল্যে জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
বৃহস্পতিবার (০১ জুলাই) রাত থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়।
শুক্রবার (০২ জুলাই) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে এই জরুরি সেবায়। ইতোমধ্যে বৃহস্পতিবার রাত থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বরে ফোন করতে হবে। ফোন করলেই যথাস্থানে পৌঁছে যাবে বিনামূল্যের এই অ্যাম্বুলেন্স।
জনসংযোগ কর্মকর্তা আরও জানান, লকডাউন শুরুর পর থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য চারটি বাস দিয়েছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
এমএস/এমআরএ