নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ভাগদী কদমতলা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের মরদেহগুলো উদ্ধার করা হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত উদ্ধার দুই কিশোরের মরদেহের এক জনের বয়স আনুমানিক ১৩ ও অন্যজনের বয়স ১৫ হবে। এখন পর্যন্ত তাদের বিস্তারিত কোনো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, শনিবার দিনগত রাতে ভাগদী কদমতলা এলাকায় ওই মহাসড়কে দুই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে সময় মরদেহের পাশেই পড়ে ছিল একটি বাইসাইকেল।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম বাংলানিউজকে জানান, মরদেহগুলোর সঙ্গে সড়কে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি বাইসাইকেল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা দু’জন ওই বাইসাইকেলের আরোহী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত কোনো যানবাহনের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
এসআরএস