নীলফামারী: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় কয়েকশ অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। করোনায় ক্ষতিগ্রস্ত ও বয়স্কদের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
রোববার (৪ জুলাই) সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল ও কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
তিন ছেলের কেউ দেখেন না ৮৫ বছরের বৃদ্ধা পাথরমণিকে। ভিক্ষাবৃত্তি করেই শেষ বয়সটা পার করছেন। বসুন্ধর গ্রুপের ত্রাণ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বুড়ি মানুষ বেঁচে না থাকলেই ভালো বাবা। ছেলেমেয়ে কেউ দেখতে আসে না। মানুষের ত্রাণ দিয়ে কয়দিন খেতে পারি। আমি বয়স্ক মানুষ, আমার দোয়া কবুল হবে বাবা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করি, তোমরা সুখে থাকো বাবা।
পাথরমণির মতো বৃদ্ধ বয়সেও কষ্ট করছেন মহসিনা বেগম। তিনি বলেন, কাহো হামার এলার খবর নেয় না। মেম্বার-চেয়ারম্যানের ঘর চাউল-ডাইল দিবার চায়াও দেয় না। হামরা যে না খায়া কেমন করি বাঁচি আছি তা কাহো দেখবার চায় না। আইজ বসুন্ধরা গ্রুপ হামাক ত্রাণ দেইল। আল্লাহ ওমার ভালো করুক বাহে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম। তিনি বলেন, করোনার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষগুলো। আমরা সরকারি-বেসরকারিভাবে এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপ আপনাদের পাশে দাঁড়িয়েছে। তারা এই নীলফামারিতে ৩ হাজার মানুষকে ত্রাণ সহায়তা দেবে। আমি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, নীলফামারী জেলা শুভসংঘের সভাপতি অধ্যক্ষ আনোয়ার হোসেন, কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরন্নবী সরকার, সৈয়দপুর উপজেলার কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি নাছিম রেজা শাহ্, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজির হোসেন নজু ও জুয়েল চৌধুরী প্রমুখ।
বাংলদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
আরএ