ঢাকা: ভাষা সৈনিক ও সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী সোমবার (৫ জুলাই)।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে মরহুমের কবরস্থান প্রাঙ্গণে এবং নওগাঁয় তার গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, আলোচনা সভা, কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
সোমবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
বিচারপতি মোহাম্মদ আনসার আলী ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০১ সালে তাকে মরণোত্তর ‘মাতৃভাষা পদক’ দেওয়া হয়। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধেও অংশ নেন।
১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে এবং ১৯৬৮ পাকিস্তান সুপ্রিম কোর্টে আইন পেশা শুরু করেন। তিনি বংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি ও কোষাধ্যক্ষ, তৎকালীন রংপুর হাইকোর্ট বারে দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
তার ছোট ছেলে বিচারপতি আহমেদ সোহেল বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
ইএস/এএটি