সিরাজগঞ্জ: বগুড়া সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন বলেছেন, লকডাউন মানাতে শহরের পাশাপাশি গ্রামেও কাজ করছে সেনাবাহিনী। মানুষকে ব্যক্তিগতভাবে সচেতন করতে কাজ করছে সেনাবাহিনীর পেট্রোল টিম।
সোমবার (৫ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে শাস্তির পরিবর্তে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে সেনাবাহিনী। ব্যক্তি সচেতনতা বাড়ালেই এ পরিস্থিতির উন্নতি হবে।
তিনি আরো বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা ব্যক্তি বিশেষের কাছে সেটা পৌঁছে দেবো।
এ সময় লে. কর্নেল সায়েম চৌধুরী, মেজর মঈনুল আলম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পুলিশ সুপার হাসিবুল আলম উপস্থিত ছিলেন। এর আগে সেনা সদস্যরা বাজার স্টেশন এলাকায় লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
আরএ