রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সড়ক ও জনপদের জায়গা অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০৬জুলাই) সকালে উপজেলার চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে ২০টি স্থাপনা গড়ে তোলে একটি কুচক্রি মহল। তাদের ৫ জুলাই এর মধ্যে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। কিন্তু তারা স্থাপনা সরিয়ে না নিলে মঙ্গলবার এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনায় সহায়তা করেন, (২৭ বিজিবি) মারিশ্যা জোন, পুলিশ ও আনসার ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
আরএ