সিলেট: ‘কঠোর লকডাউনে’ নির্দিষ্ট সময়ের পর বন্ধ থাকে দোকানপাট। খুললেই গুনতে হচ্ছে জরিমানা।
মঙ্গলবার (৬ জুলাই) দিনগত রাত পৌনে ১টায়ও দোকান খোলা পাওয়া গেছে। নগরের উপ-শহর ই-ব্লকের ৬ নম্বর সড়কের মোড়ে স্প্রিং টাওয়ারের সামনে ‘সরাবন সুপার শপ’ নামে দোকানটির অবস্থান। রাতে দোকানে যথারীতি ক্রেতারাও কেনাকাটা করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দোকানটি এক পুলিশ কর্মকর্তার। যে কারণে রাতে খোলা থাকলেও পুলিশি হয়রানিতে পড়তে হয় না। এছাড়া ‘কঠোর লকডাউনে’ রাতের শহরে অলিগলিতে এমনিতেই পুলিশের আনাগোনা কম। এরপরও এখানে কেউ সাহস করে দোকান খোলা রাখার কথা ছিল না।
স্থানীয়রা আরও বলেন, ‘কঠোর লকডাউনে’ অন্য দোকানগুলো বিকেল ৫টার পর বন্ধ রাখা হলেও ওই ব্যবসা প্রতিষ্ঠান প্রতি রাতেই খোলা থাকে। ‘কঠোর লকডাউনেও’ প্রতিদিন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ব্যবসা করতে দেখা গেছে।
এ বিষয়ে দোকানির কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এনইউ/আরবি