লালমনিরহাট: লালমনিরহাট, নীলফামারী, রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (৭ জুলাই) সকাল ৯টায় ১৫ মিনিটে প্রায় ৫-৬ সেকেন্ড এ ভূ-কম্পন অনুভূত হয়েছে।
জানা গেছে, সকাল ৯টায় ১৫ মিনিটে হঠাৎ ভূ-কম্পনে কেঁপে উঠে ভারতীয় সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। মৃদূ ভূ-কম্পন প্রায় ৫-৬ সেকেন্ড স্থায়ী ছিল। এসময় লোকজন ভয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বাংলানিউজকে বলেন, ভূ-কম্পনের উৎপত্তিস্থল ও ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
আরএ