ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

এস কে সুর ও তার স্ত্রীর সব ব্যাংক হিসাব স্থগিত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
এস কে সুর ও তার স্ত্রীর সব ব্যাংক হিসাব স্থগিত 

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী) ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর সব ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।

বুধবার (৭ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণে নিমিত্ত আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১১৬এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এস কে সুর ও তার স্ত্রীর ব্যক্তিগত কোম্পানির নামে ব্যাংকে পরিচালিত সব হিসাব থেকে অর্থ উত্তোলন স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয়তায় সব ব্যাংককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিআইসি থেকে দেওয়া চিঠি বাংলাদেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।