মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলায় সরকারঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ স্থানীয় প্রশাসনের সঙ্গে নিজেই মাঠে নেমেছেন।
বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা ডাকা হয়।
এসময় শ্রীমঙ্গল উপজেলায় করোনা সংক্রমণ রোধ, লকডাউন কার্যকর, সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ, জনসমাগম কমিয়ে দূরত্ব বজায় রেখে কোরবানির হাট বসানোসহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাগর হাজরা, সহকারী কমিশনার ভূমি মো. নেছার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোহাম্মদ আবু নাহিদ, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটিসহ বিভিন্ন কর্মকর্তা।
করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে সুরক্ষা অ্যালার্টের মাধ্যমে আব্দুস শহীদের নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসময় শহরের বিভিন্ন সড়কে হেঁটে হ্যান্ড মাইকের মাধ্যমে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
বিবিবি/এএ