গাজীপুর: গাজীপুরে থেকে এসএম শাহীন (৩৮) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) ভুয়া এক সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহীন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার হরিপুর এলাকার মো. কবির ইসলামের ছেলে।
জানা গেছে, গাজীপুরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাসহ বিভিন্ন ব্যক্তির কাছে শাহীন নিজেকে এনএসআইয়ের সহকারী পরিচালক পরিচয় দিয়ে আসছিলেন। বিভিন্ন ব্যক্তিকে এনএসআই সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন শাহীন। পরে বিষয়টি গাজীপুর জেলা এনএসআইয়ের নজরে এলে শাহিনের ওপর নজরদারি রাখা হয়। একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় প্রতারক শাহীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তার ছবি সংযুক্ত নকল এনএসআইয়ের পরিচয়পত্র জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন সরকার বাংলানিউজকে জানান, আটক শাহীনের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
আরএস/এসআরএস