ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ৩০০ পরিবারে মধ্যে শুভসংঘের ত্রাণ সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
চিরিরবন্দরে ৩০০ পরিবারে মধ্যে শুভসংঘের ত্রাণ সহায়তা শুভসংঘের ত্রাণ সহায়তা

দিনাজপুর: দিনাজপুরর চিরিরবন্দর উপজেলায় অসহায় ও অতিদরিদ্র ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

স্বাস্থ্যবিধি মেনে রোববার (১১ জুলাই) চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।  

ত্রাণ পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে দোয়া করে তাজমুল নামে একজন বলেন, দুর্যোগের সময়ে আপনাদের সাহায্য পাইছি খুব উপকার হইছে। বাবা-মাকে নিয়ে কয়দিন খাইতে পারিমু।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইরতেজা হাসান বলেন, বসুন্ধরা গ্রুপের এই ত্রাণ সহায়তার মাধ্যমে আপনারা কিছু দিন ঘরে বসেই খেতে পারবেন। এই সময়টা আপনারা কোনোভাবেই ঘর থেকে বের হবেন না। আপনার নিজেরা সুস্থ থাকবেন, আমাদের সবাইকে সুস্থ রাখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপকে এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য। তাদের এই কার্যক্রম আরও সুদূর প্রসারিত হোক।

এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, শুভসংঘের দিনাজপুর জেলা শাখার জাকেনুর ইসলাম, শরিফুল ইসলাম শরিফ, ইয়াসির আরাফাত রাফি, দিনাজপুর সরকারি কলেজ শাখার হুমায়ুন পারভেজ, শিহাব আহমেদ, শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আল গালিবসহ তৈবুর রহমান তুহিন, মশিউর রহমান, নবিউল ইসলাম, আহসান হাবীব, মোরশেদ আলম, শাহরিয়া সরকার, মোসাদ্দেক হোসেন, ফিরোজ ইসলাম, ওয়াজেদ আলী, রসেদুল ইসলাম ও তাম্মানা আফরিম তিথি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।