ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
করিমগঞ্জে ইয়াবাসহ যুবক আটক প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৪৯৫ পিস ইয়াবাসহ মো. সুমন (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


  
আটক সুমন একই উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা এলাকার শামছুল হকের ছেলে।
 
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ২টার দিকে উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে ৪৯৫ পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।  

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, আটক সুমনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১     
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।